রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা দিবসে স্মরণ সভা

বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা দিবসে স্মরণ সভা

স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যার ৯ম বর্ষপুর্তি উপলক্ষে গতকাল সোমবার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুলিশ তদন্ত কেন্দ্রের চত্বরে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জমান প্রমূখ।
বক্তারা অবিলম্বে চার পুলিশ হত্যা মামলার আসামীদের দ্রুত বিচারের জোর দাবি জানান। পাশাপাশি জঙ্গিবাদরা যেন মাথা চারা দিতে না পারে সেজন্য জনতা এবং পুলিশকে এক সঙ্গে কাজ করতে হবে। পরে নিহত চার পুলিশ সদস্যের পরিবারের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ। এর আগে নিহত চার পুলিশ সদস্যের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং সালাম প্রদান করা হয়। শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে জামাতের নেতাকর্মীদের নারকীয় তান্ডবে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্য নিহত হন। নিহত চার পুলিশ সদস্য হলেন তোজাম্মেল হোসেন, বাবলু মিয়া, হয়রত আলী ও খাজা নাজিম উদ্দিন (জিআরপি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com