শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

ধাপেরহাটে অপহরনের ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃতা কলেজ ছাত্রী আশা মনি

ধাপেরহাটে অপহরনের ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃতা কলেজ ছাত্রী আশা মনি

ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ ১৬ বছরের সুন্দরী কলেজ পড়ুয়া ছাত্রী অপহরনের ৯০ দিন অতিবাহিত হলেও পুলিশ অপহৃতা আশা মনিকে উদ্ধার করতে পারেনি বা ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনায় ঐ ছাত্রীর পিতা সাদুল্যাপুর থানায় গত ২৬ ফেব্রুয়ারী ২ জনকে আসামী করে অপহরনের মামলা দায়ের করেও পুলিশের কোন ভুমিকা না থাকায় মামলার ভবিষ্যত নিয়ে হতাশায় দিন গুনছেন মামলার বাদী। ভুক্তভুগী পরিবার ও মামলা সুত্রে জানা গেছে, সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট সাদিপাড়া গ্রামের আশরাফ আলীর কন্যা স্থানীয় হিংগার পাড়া স্কুল এন্ড কলেজের এইচ,এস,সি প্রথম বর্ষের ছাত্রী আশা মনি, গত ৬ ফেব্রুয়ারী কলেজে আসার পথে সাদিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনের পাকা রাস্তা হতে একই গ্রামের সাহেব মিয়ার বখাটে ছেলে আপেল মিয়া তার বন্ধুরা সহ আখি মনিকে ফুসলিয়ে সি,এন,জি যোগে অপহরন করে নিয়ে যায়। আশা মনির পরিবার জানায় কলেজে যাতায়াত কালে ঐ বখাটেরা আখি মনিকে এর আগেও প্রেম প্রস্তাবসহ বিরক্ত করতো এ নিয়ে গ্রামে শালিশ বৈঠক হলে, বখাটে আপেল মিয়া ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে অপহরন করেছে বলে জানান। অনেক খোজাখুজি করে আখি মনির সন্ধ্যান না পাওয়ায় তার মা বাবা ভেংগে পরে তার কন্যাকে ফেরৎ চেয়ে বিভিন্ন লোকজনের দ্বারে ঘুরতে থাকে নিরুপায় হয়ে অবশেষে ঘটনার ২০ দিন পর ২৬ ফেব্রুয়ারী সাদুল্যাপুর থানায় আপেল ও তার সহযোগী সবুজ মিয়া সহ ২ জনকে আসামী করে একটি অপহরনের মামলা দায়ের করে, যার মামলা নং-২৬ মামলাটি তদন্ত করছেন ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই শফিউর রহমান। মামলা দায়েরের দীর্ঘ ৩ মাস অতিবাহিত হলেও বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তার মেয়েকে উদ্ধার কিংবা আসামী গ্রেফতার না হওয়ায়, বাদী নিরাশ হতাশায় দিনাতিপাত করছেন মেয়েকে ফিরে পেতে প্রতিদিন পুলিশের নিকট হর্নে হয়ে ধর্না দিচ্ছেন। আজ, কাল, পরশু, পুলিশের এমন আস্বাসে অপেক্ষায় কেটে গেলো ৩ টি মাস। তার মেয়ে জিবিত আছে না নেই এমন দুঃশ্চিনতায় কাটছে তাদের দিন রজনী। পুলিশের উপর আস্থা হারাতে বসেছে মামলার বাদী। মামলা তদন্তকারী কর্মকর্তা শফিকুর রহমান জানান, আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত আছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com