মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
বর্ষসেরা প্রতিবেদকে সম্মাননা পেলেন জাকির সুন্দরগঞ্জে চিকিৎসা সহায়তার চেক বিতরণ গাইবান্ধায় ১০০ কোটি টাকার শুকনো মরিচ বিক্রির সম্ভাবনা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত গাইান্ধায় টুল-পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটা হারিয়ে যেতে বসেছে সাদুল্লাপুরের আঞ্চলিক মহাসড়ক চার কিলোমিটারে ২২ বাঁক, সড়ক যেন মরণফাঁদ গাইবান্ধায় ৩ হাজার ৩০৭ হেক্টর জমিতে গমের আবাদ আউয়াল হত্যাকান্ড ৩ দিনে পার হলেও আসামি গ্রেপ্তার হয়নি গাইবান্ধায় পুরুষের পাশাপাশি কৃষিতে জমিতে কাজ করছে নারী শ্রমিকরা

গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি পাহারায় নিয়োজিত আনছার সদস্যদের হামলায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির সদস্য আব্দুল খালেক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির লোকজন সকাল সাড়ে ৯টা থেকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক প্রায় আড়াই ঘন্টাব্যাপি অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুপাশে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির সদস্য আব্দুল খালেক গতকাল রোববার সকালে বাগদা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সাহেবগঞ্জ ইক্ষুখামারের অফিস সংলগ্ন আম বাগানে পৌঁছালে আক্রোশ বসতঃ কয়েকজন আনছার সদস্য খালেককে ধরে অফিসের ভিতরে নিয়ে বেধরক মারপিট করে। এতে তিনি মাথায় আঘাতসহ গুরুতর আহত হন।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কে বলেন, আব্দুল খালেক বাগদা বাজারে যাওয়ার পথে আনছার সদস্যরা পথরোধ করে তাকে ধরে ক্যাম্পে নিয়ে মারধর করে গুরুতর আহত করে। আনছার সদস্যরা অতি উৎসাহিত হয়ে মাঝে মধ্যে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির লোকজনকে মারধর করছে।
সাহেবগঞ্জ ইক্ষুখামারের আনছার সদস্যদের পিসি মোঃ জহুরুল ইসলাম মারপিটের অভিযোগ অস্বীকার করে বলেন, গত বুধবার সকালে সাঁওতালদের কয়েকজন লোক পুকুরে বর্শি দিয়ে মাছ শিকার করছিল। মাছ শিকারে তাদের বাধা দিলে তারা চলে যায়। পরবর্তীতে সাঁওতালরা আবারো মাছ ধরতে আসে এবং আব্দুল খালেক তাদের পাহারা দিতে থাকে। মাছ ধরাকে কেন্দ্র করে আনছার সদস্যদের সাথে খালেকের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে খালেক ক্ষিপ্ত হয়ে আনছার সদস্য আতিকুর রহমান ও হাফিজুর রহমানের শার্টের কলার ধরে টানাঁেহচড়া করতে থাকে এবং মাটিতে পড়ে গিয়ে খালেক মাথায় আঘাত পায়।
খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্ট করে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত আনছার সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাঁওতালরা অবরোধ তুলে নেয়।
সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আহত আব্দুল খালেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জড়িত আনছার সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাঁওতালরা তাদের অবরোধ তুলে নেয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com