সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় লাইসেন্সবিহীন ১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদে রুল মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভুমিকা শীর্ষক সভা গাইবান্ধার সাত উপজেলার মাঠে পাকা ধানঃ ক্ষতি আশঙ্কায় কৃষকরা সুন্দরগঞ্জে ভাড়াটে বাহিনী দিয়ে ধান কাটার অভিযোগ ঃ আটক ২ সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের ৬ প্রতিদ্বন্দ্বী গোবিন্দগঞ্জে ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা ২ মহিলা গ্রেফতার ভরতখালী জয় কালী মন্দিরে মনোবাসনা মেলা জমে উঠেছে বিভিন্ন সংকটে জর্জরিত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইবান্ধায় তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি গোবিন্দগঞ্জে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রধানমন্ত্রী প্রতিটি গৃহহীন অসহায় পরিবারের জন্য ঘর দিচ্ছেন -ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রী প্রতিটি গৃহহীন অসহায় পরিবারের জন্য ঘর দিচ্ছেন -ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন- দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাথা গোজার ঠাঁই একটি পরিপূর্ণ ঘর উপহার হিসেবে তাদের হাতে তুলে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের গৃহহীন প্রতিটি পরিবারকে থাকার জন্য তাদের স্বপ্নের নীড় তৈরি করে দেয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সফল করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি বলেন, এ কাজে প্রতাজন্ত্রের কর্মচারী, জনপ্রতিনিধি ও বিত্তবানরা এগিয়ে এলে দেশে একটি পরিবারও গৃহহীন থাকবে না।
গতকাল শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধনের পর ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুবিধাভোগী ৭৫ জনকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া। এসময় ফুলছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর গাইবান্ধা সদর উপজেলা চত্বরে ১০৫ জন গৃহহীন ও ভূমিহীন অসহায় মানুষের মাঝে প্রধাণমন্ত্রীর উপহার জমির দলিল ও ঘরের চাবী তুলে দেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আ’লীগ সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধা জেলায় ১১২৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রদান করা হয়। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১০৫টি, সুন্দরগঞ্জে ২৭২টি, গোবিন্দগঞ্জে ১২০টি, সাদুল্যাপুরে ১৭৯টি, ফুলছড়িতে ৭৫ টি, সাঘাটায় ৩৫টি ও পলাশবাড়ীতে ৬০টি গৃহ পরিবারের মধ্যে এসব ঘর হস্তান্তর করা হয়। প্রতিটি ঘর নির্মাণের জন্য ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com