রবিবার, ১৯ মে ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গাইবান্ধায় লাইসেন্সবিহীন ১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদে রুল

গাইবান্ধায় লাইসেন্সবিহীন ১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদে রুল

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার লাইসেন্সবিহীন ১৭৯টি অবৈধ ইটভাটা উচ্ছেদে কেন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সাথে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন-২০১৩ অনুযায়ী ১৭৯টি ইটভাটা উচ্ছেদ করতে বিবাদীদের নিস্ক্রীয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে কৃষি মন্ত্রণালযের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালযের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও গাইবান্ধার জেলা প্রসাশকসহ (ডিসি) সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়। এ বিষয়ে দায়ের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি একেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে গতকাল সোমবার রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবি আব্দুর রাজ্জাক।
গত সপ্তাহে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক বলেন, এই জেলার কৃষি ও পরিবেশ রক্ষার জন্য আইনানুগ ব্যবস্থা নেয়ার উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ে গাইবান্ধা জেলার অবৈধ ইটভাটার তথ্য ও তালিকা চেয়ে আবেদন করেন। এরপর গত ১৮ মার্চ পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় অফিস এ আইনজীবীকে লিখিত তথ্য সরবরাহ করেন।
সেখানে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলার আওতাধীন অবৈধ ইটভাটা রয়েছে ১৭৯টি। এ তথ্য অনুযায়ী গত ২ এপ্রিল জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বরাবরে আবেদন করেন। আবেদন অনুসারে জেলা প্রসাশক গাইবান্ধাসহ অন্যান্য অফিস আবেদন অনুসারে অবৈধ ইটভাটা উচ্ছেদের কোন পদক্ষেপ গ্রহণ করেননি তারপর এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠান রিটকারী আব্দুর রাজ্জাক। তার পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com