
স্টাফ রিপোর্টার : তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীবেষ্টিত গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে এবার বাম্পার ফলন দিয়েছে ভুট্টা। বছরের পর বছর পতিত থাকা এসব বালুমাটিতে এখন সোনালি ফসলে ছেয়ে গেছে মাঠ। কৃষকরা বলছেন, ভুট্টাই এখন তাদের জীবিকার মূল ভরসা। ফসল বিক্রি করে পরিবার চালানো থেকে শুরু করে গরু কেনা, সন্তানদের লেখাপড়া সবকিছুই চলছে এই ভুট্টার আয় দিয়ে।
read more