বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ব্যক্তি আটক

গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ব্যক্তি আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি ট্রাক, এক্সক্যাভাটারসহ ২ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন গতকাল বুধবার বিকেলে করতোয়া নদীর কাটাখালি ব্রীজ, চন্ডিপুর গুচ্ছগ্রাম, হাওয়াখানা ও সাপগাছিসহ ৭টি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০টি ড্রেজার মেশিন ধ্বংস করে। এসময় ঘটনাস্থল থেকে এক্সক্যাভাটার ও বালুবোঝাই ট্রাকসহ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের লিটন মিয়ার ছেলে মাছুম মিয়া (২৮) ও দরবস্ত ইউনিয়নের সাবহাছি গ্রামের জসিম উদ্দিনের ছেলে খাজা মিয়াকে (৫৫) আটক করা হয়। নদী থেকে ও হাইওয়ে রক্ষাবাঁধ কেটে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক ২টি মামলায় ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন জানান, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com