শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

সাদুল্যাপুরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী

rbt

সাদুল্যাপুর থেকে খোরশেদ আলমঃ  সাদুল্যাপুুরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। দুর্ভোগের শেষ নেই মানুষের। তবুও টনক নড়ছে না কর্তৃপক্ষের।
উপজেলার একমাত্র ব্যস্ততম চৌ-রাস্তা মোড়। যেখানে গাইবান্ধা, মাদারগঞ্জ, নলডাঙ্গা, তুলশিঘাট, রাস্তার সংযোগ স্থল। এ ছাড়াও চৌ-মাথার মোড়সহ রাস্তার দুই পাশের্^ গড়ে উঠেছে অবৈধ দোকান-পাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকে মানুষের সমাগম। ফলে লেগেই থাকে যানজট। যানজটের কবলে পড়েছে সাধারন মানুষসহ বিভিন্ন পরিবহণের যাত্রীরা। যানজট লাগার অন্যতম কারণ হিসাবে দেখা যায়, চেী-রাস্তা মোড়, পাবলিক লাইব্রেরী মাঠে যত্রতত্র ভাবে সিএনজি, অটোরিক্সা, গাড়ী পার্কিং ও মালামালসহ যাত্রী উঠানামা করা। মোড়ে ও রাস্তার পাশের্^ অবৈধ ভাবে দোকানপাট হওয়ার কারনে যানজট লেগেই থাকছে। ফলে যানজটের কবলে পড়ে নাকাল হয়ে পড়ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীরা। সবচেয়ে দুর্ভোগের শিকার হচ্ছে হাসপাতালে সেবা নিতে আসা মানুষ গুলো। ছোট খাট দুর্ঘটনাও ঘটছে অহরহ। তবুও টনক নড়ছে না কর্তৃপক্ষের। যেন দেখার কেউ নেই। নিরব দর্শকের ভুমিকা পালন করছে প্রশাসন। এ বিষয়ে ইতিপুর্বে প্রশাসন ও রাজনৈতিক মহল বিভিন্ন পদক্ষেপ গ্রহন করলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে উপজেলা আইন শৃংঙ্খলা সভায় একাধিকবার আলোচনা হলেও অজ্ঞাত কারণে আলোচনার ফাইল বন্দি থাকায় কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এ কারণে প্রশাসনের ভুমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। যানজটের বিষয় নিয়ে কথা হয় উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি খোরশেদ আলমের সাথে। তিনি বলেন, যানজট নিয়ে একাধিকবার আইন শৃংঙ্খলা মিটিংএ আলোচনা হলেও আজ অবধি তা আলোর মুখ দেখেনি। সাদুল্যাপুর-পলাশবাড়ী শ্রমিক ইউনিয়নের সাদুল্যাপুর শাখার সভাপতি ময়নুল মাস্টার জানান, দিন দিন নতুন নতুন যানবাহন বৃদ্ধি পাওয়ায় এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে ট্রাফিকের ব্যবস্থা থাকলে হয়তো এই যানজট থাকবে না । বণিক সমিতির সভাপতি সফিউল ইসলাম স্বপন বলেন, যানজটের কারণে ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে । যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজ জানান, যানজটের কথা শুনেছি অতিসত্বর একটি টেকশই পদক্ষেপ গ্রহণ করা হবে।্ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব বলেন, এ ব্যাপারে ইতিপুর্বে অনেক পদক্ষেপ গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন। শীঘ্রই যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com