শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

সুন্দরগঞ্জে হুক ছিঁড়ে বিচ্ছিন্ন বগি : ট্রেন যাত্রীদের ভোগান্তি

সুন্দরগঞ্জে হুক ছিঁড়ে বিচ্ছিন্ন বগি : ট্রেন যাত্রীদের ভোগান্তি

সুন্দরগঞ্জ প্রতিনিধি : সুন্দরগঞ্জে একটি যাত্রীবাহী ট্রেনের হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি। গত শুক্রবার সন্ধ্যার দিকে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ফলে টানা তিন ঘণ্টা চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এছাড়া ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তারা।
স্টেশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। সেখান থেকে ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ‘ক’ ও ‘খ’ বগির এবং ‘ট’ ও ‘ঠ’ বগির সংযোগের দু’প্রান্তের হুক ছিঁড়ে ভেঙে যায়। যে কারণে ট্রেনটি ওখানেই দাঁড়িয়ে থাকে। পরে প্রায় তিন ঘণ্টা পর পুনরায় হুক জোড়া দিয়ে ট্রেনটি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়টি নিশ্চিত করেন বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া।
তিনি বলেন, ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার সময় বিকট শব্দে ট্রেনের প্রথম ও শেষের দিকে বগির হুক ছিঁড়ে ভেঙে যায়। করতোয়া এক্সপ্রেস ট্রেনে নতুন হুক এনে মেরামতের পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com