শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জে রুমের দরজা ভেঙ্গে সেলিম আহম্মেদ (৩৫) নামের প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সেলিম আহম্মেদ প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে প্রায় বছর খানেক হলো গোবিন্দগঞ্জে কর্মরত ছিলেন। গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোড সংলগ্ন ঘোষপাড়ায় একটি বাসায় মেসে ব্যাচেলর হিসেবে ভাড়া নিয়ে সেলিমসহ আরও বেশ কয়েকজন সেখানে থাকতো।
ওই মেসের অন্য রুমে থাকা মশিউর রহমান জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সেলিম রুমের দরজা লাগিয়ে যথারীতি বিছানায় শুয়ে পড়ে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রুমের দরজা না খোলায় আমিসহ মেসে থাকা অন্যান্যরা তাকে ডাকাডাকি করার পরেও ভিতর থেকে তার কোন সারা না পেয়ে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সেলিমের মরদেহ দেখতে পায়। পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সেলিম আহম্মেদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।