শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রী ২ মাসেও উদ্ধার হয়নি

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রী ২ মাসেও উদ্ধার হয়নি

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রী আইরিন আক্তার অপহরণ হওয়ার ২ মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত উদ্ধার হয়নি। এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর বাবা আজাদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজাদুল ইসলামের মেয়ে আইরিন আক্তার রামচন্দ্রপুর হাইস্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া আসার পথে পাশ্ববর্তী হরিরামপুর গ্রামের মুক্তার গাছুর বখাটে ছেলে রাব্বী গাছু (১৭) মেয়েটিকে প্রায়ই ইভটিজিং ও প্রেমের প্রস্তাব দিতো। বখাটে রাব্বীর এ অনৈতিক প্রস্তাবে আইরিন সাড়া না দেয়ায় রাব্বী ক্ষিপ্ত হয়ে গত ২৪ জুন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আইরিন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ীর পিছনে টয়লেটে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাব্বী গাছুসহ অন্যান্য আসামীরা জোরপূর্বক সেখান থেকে আইরিনের মুখ চেপে ধরে তাকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি আইরিনের জ্যাঠাই মর্জিনা বেগম দেখে চিৎকার করলে তার আগেই তারা মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায়। আইরিনের বাবা আজাদুল ইসলাম শেষে নিরুপায় হয়ে এ ঘটনায় গত ২০ জুলাই গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ বখাটে রাব্বী গাছুসহ ৩/৪ জনকে আসামী করে অপহরণের অভিযোগে পিটিশন মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত গোবিন্দগঞ্জ থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। আদালতের নির্দেশনায় পরবর্তীতে গত ১৩ আগষ্ট অপহরণকারী রাব্বী গাছুকে আসামী করে গোবিন্দগঞ্জ থানা মামলাটি রেকর্ড করে- মামলা নম্বর ২৩/৩৭২।
এদিকে, মামলা দায়েরের প্রায় ২ মাস অতিবাহিত হলেও অপহৃত আইরিন আজ পর্যন্ত উদ্ধার না হওয়ায় এবং মামলার আসামি রাব্বী গাছু গ্রেফতার না হওয়ায় ওই পরিবারের সদস্যরা চরম হতাশার মধ্যে রয়েছে।
অপহৃত স্কুল ছাত্রী আইরিন আক্তারকে খুঁজে বের করে অপহরণকারী রাব্বী গাছুকে অবিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানা প্রশাসনসহ উর্দ্বতন আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবী জানান আইরিনের বাবা মামলার বাদী আজাদুল ইসলাম।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামী রাব্বী গাছুকে গ্রেফতারে জোর তৎপরতা অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com