শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধি : গত ১১ সেপ্টেম্বর সাঘাটা-গাইবান্ধা রোডে সাঘাটা উদয়ন মহিলা কলেজের উত্তর পাশ্বে ২টি পাথর বোঝাই ড্রাম ট্রাককে ওভারটেক করার সময়, ঢাকা মেট্রো ট ১৩-৭৫৭২ পাথর বোঝাই ড্রাম ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রাক চালক স্টাডিং ও গাছের চিপায় চাপা পড়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইটি ড্রাম ট্রাকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন কিন্তু স্থানীয় লোকজন উদ্ধার কাজে ব্যর্থ হইলে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান সাঘাটা ও গাইবান্ধার দুইটি ইউনিটের ফায়ার সার্ভিস এসে আটকে পড়ার ড্রাইভারকে উদ্ধারের জন্য মোটা আমের গাছের কিছু অংশ ও ট্রাকের কিছু অংশ কেটে ড্রাইভারকে গাড়ি থেকে বের করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক আবার ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠান। তবে পায়ের গুরুতর আঘাত পেলেও ড্রাইভার এখনো পর্যন্ত সুস্থ আছে না ।