শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধি: শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী অন্বষণে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
গতকাল সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আলহাজ¦ মশিউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। আলহাজ¦ মশিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ সহকারি একান্ত সচিব মোঃ মামুন শিবলী, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়তুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, রংপুর টিটাস ট্রেনিং কলেজের শিক্ষক মোঃ আব্রাহাম লিংকন, উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ^াস, জেলা সহকারি শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মোঃ একরামুল হক, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব প্রমুখ। পরে এসএসসি ও সমমানের ৩৭৫ জন জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।