সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে তিস্তার ভাঙ্গন শত শত পরিবার দিশেহারা

সুন্দরগঞ্জে তিস্তার ভাঙ্গন শত শত পরিবার দিশেহারা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে আবারো নতুনকরে তিস্তা নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় শত শত পরিবার ঘরবাড়ী ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পরেছে। নদীর পানি কমে যাওয়ায় গত এক সপ্তাহধরে উপজেলার হরিপুর ইউনিয়নের মাদারিপাড়া কারেন্ট বাজার, কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া, বাদামের চর, পুটিমারী এলাকায় ব্যাপকহারে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে শত শত বসত বাড়ী, গাছপালা, আবাদি জমি, মসজিদ-মন্দির, কবরস্থানসহ শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলিন হচ্ছে। জমাজমি হারিয়ে অনেকে পথে বসেছেন আবার কেউ কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে অতি কষ্টে জীবন জাপন করছেন। গোলেনুর বেগম জানান অতিকষ্টে একটি ঘর নির্মান করে কোন রকমে স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলাম সে ঘরটাও নদী কেরে নেওয়ায় আমার আর মাথাগুজবার ঠাই নাই এখন আমরা কোথায় থকবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইউপি চেয়ারম্যান মন্জু মিয়া বলেন ভাটিকাপাসিয়া, বাদামের চর, পুটিমারী এলাকার ভাঙ্গন কবলিত পরিবারগুলো অতিকষ্টে জীবনযাপন করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল মারুফ জানান সংস্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ভূক্তভোগিদের তালিকা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট দ্রুত প্রেরণ করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com