শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধি : সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শিশু খাদ্য, শুকনো খাবার প্যাকেট সহ ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। চলতি বছর হলদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতশত পরিবার নদী ভাঙ্গনের কবলে তাদের একমাত্র বসতবাড়ী আর ভিটেমাটি হারিয়ে অতিকষ্টে মানবতার জীবনযাপন করছে।
এসব নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩ শত ৩৪ পরিবারের মাঝে গত ১১ সেপ্টেম্বর হলদিয়া ইউ,পি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডলের অস্থায়ী ইউনিয়ন পরিষদ থেকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ ছাড়া শিশু খাদ্য ৫০ জন ও শুকনা খাবারের প্যাকেট ৭০ জন পরিবারের মাঝে বিতরণ হয়েছে।
এ সময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল, রিলিফ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ইউ,পি সচিব আবু তাহেরসহ সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।