শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

বোয়ালী ইউনিয়নে গৃহহীন মানুষের মাঝে গৃহ হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন

বোয়ালী ইউনিয়নে গৃহহীন মানুষের মাঝে গৃহ হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরতপুর এলাকায় র্নিমিত ২ শ ৫৪ টি পাকা টিনসেড ঘর ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মাঝে হস্তান্তরের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেজাউল ইসলাম অসহায় ভূমিহীনদের জমি দলিল সম্পাদন করার জন্য কাগজপএ তৈরি ও উপকারভোগীদের টিপসই ও স্বাক্ষর গ্রহন করেন।
ব্রক্ষপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট ও বাঙ্গালী নদী বেষ্টিত গাইবান্ধা। এসব নদীর ভাঙ্গন সহ অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের কারনে সর্বস্ব হায়িয়ে এ জেলার অসংখ্য মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে। তাদের অনেকরই জমি জমা কিছুই নেই। আবার অনেকেরই বসতবাড়ী করার জায়গা আছে, কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় তারা ঘর তুলতে পারেনি। কোনরকমে একটা ছাপরা ঘর তুলে সেখানে বাসবাস করছে তারা। । এসব পরিবার কখনই ভাবতে পারেনি এমন একটি ঘরে তারা বসবাসের সুযোগ পাবে। যা তারা স্বপ্নেও ভাবেনি তেমন একটি ঘর পেয়ে তারা অভিভুত এবং আবেগে আপ্লুত। টাকা পয়সা ছাড়াই এমন একটি সেমি পাকা ঘরের মালিক হতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি তাদের কৃতজ্ঞতার শেষ নেই। তারা প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং তার দীর্ঘায়ু জীবন কামনা করেন । গাইবান্ধা সদর উপজেলার ২শ ৫৪ টি ভূমি ও গৃহহীন পরিবারকে পাকা টিনসেড ঘর দেয়া হবে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com