বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে যাত্রী ছাউনির উদ্বোধন করেন পুলিশ সুপার

পলাশবাড়ীতে যাত্রী ছাউনির উদ্বোধন করেন পুলিশ সুপার

পলাশবাড়ী প্রতিনিধিঃ ঈদে নাড়ীর টানে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ। গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার মহাসড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মলম পার্টি অজ্ঞান পার্টি, সড়ক ডাকাতি, চুরি, ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, সুপারভাইজার ও হেলপারদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরন করা হয়েছে।
৫ এপ্রিল শুক্রবার বিকেলে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নারীর টানে ঘড়ে ফেরা মানুষের রাত্রীকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পলাশবাড়ী চৌমাথা মোড়ে অস্থায়ীভাবে স্থাপন করা যাত্রী ছাউনীর উদ্বোধনকালে প্রধান অতিথির গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ সব সময় জনগনের পাশে আছে। কিশোরগ্যাং এর সদস্যদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন ইতোমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের নজরদারিতে রাখা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, টিআই ইনচার্জ শাহ আলম, টিআই জসিম, টিআই চন্দন, ওসি (তদন্ত) লাইছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com