বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ৭৪ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

ঘোড়াঘাটে ৭৪ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ নভেল করোনা ভাইরাস সচেতনতা ও জনগণকে সতর্ক করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭৪ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৪ জন প্রবাসীর তালিকা দেওয়া হয়েছে। যারা সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছে। এইসব বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ও এলাকার জনসাধারণকে সতর্ক করতে গত রোববার বিকেল থেকে উপজেলা প্রশাসনের পক্ষে ঘোড়াঘাট থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা তালিকা অনুযায়ী প্রতিটি প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা টানিয়ে দিয়ে আসছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম বলেন, করোনা ভাইরাস সচেতনতা ও প্রতিরোধের অংশ হিসেবে আমরা সব প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছি এবং বিদেশ ফেরত ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে চাপ প্রয়োগ করছি। সেইসাথে লার পতাকা লাগানো বাড়িতে যাতায়াত না করতে আমরা এলাকাবাসীকে সচেতন করছি।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, তালিকা অনুযায়ী আমরা সব বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত তাদের সাথে যোগাযোগ করছি। তাছাড়া তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ও প্রযুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com