শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার ২৫০টি পরিবারকে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজসহ জমি ও গৃহ হস্তান্তর করা হয়। সে সাথে ৭ উপজেলায় মোট ১৫৯৭জন ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। জমিসহ প্রতিটি ঘরের মালিকানা স্বামী স্ত্রীর ৫০ ভাগ করে একজন উপকারভোগী পূর্ণ ঘরের মালিকানা লাভ করবেন। এ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি সম্প্রচারে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচীর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বেঁচে থাকে, প্রতিটি মানুষকে যেন সুন্দর সমাজ গড়ে তুলে দিতে পারি। সেজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষ যারা ভূমিহীন ও গৃহহীন থাকবে তাদেরকে জমিসহ সেমিপাকা ঘর বিতরণ করা হবে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, সহকারী কমিশনার ভূমি রেজাউল ইসলাম, এনডিসি হৃদয় আহমেদ জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ নাসির উদ্দিন প্রমুখ।
সাঘাটা প্রতিনিধিঃ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২ শত ২৯ টি ভূমিহীন গৃহহীন পরিবার জমি সহ গৃহ হস্তান্তর উদ্বোধন কার্যক্রম এর অংশ হিসেবে গতকাল সাঘাটা উপজেলার ১শত ৭০টি পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তরের চাবি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, পল্লি উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাহবুবর রহমান নিটল, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, মোশারফ হোসেন সুইট, আহসান হাবিব লায়ন, আমিনুল ইসলাম, শাহিনুর ইসলাম সাজু উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com