বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

আগামীকাল গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন

আগামীকাল গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন

স্টাফ রিপোর্টারঃ আগামীকাল ১৭ অক্টোবর গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। জেলার ৭ উপজেলায় ১ হাজার ১শ ২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫৭ জন, মহিলা ভোটার ২৬৭ জন ।
জেলার কেন্দ্র গুলো হচ্ছে, সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ সরকারি কলেজ, সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা আসাদুজ্জামান গালস হাই স্কুল এন্ড কলেজ, পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়, বোনারপাড়া কাজী আজাহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং ফুলছড়ির বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ।
নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । এর মধ্যে আবু বক্কর সিদ্দিক (তালগাছ মার্কা), আতাউর রহমান (ঘোড়া মার্কা) এবং শরিফুল ইসলাম (হেলিপ্টার মার্কা)।
১ নং সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে তৌহিদা বেগম (দোয়াত কলম), কল্পনা রানী (ফুটবল), মাজেদা বেগম (টেবিল ঘড়ি), ২ নং সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে রোজিনা নাহিদ ফারজানা (দোয়াত কলম), আরিফা আক্তার (মাইক)। ৩ নং সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে লুনা আরজু মোনোয়ারা বেগম (দোয়াত কলাম), আফরুজা খাতুন (মাইক), উম্মে জাহান (টেবিল ঘড়ি), নুর-জাহান বেগম (ফুটবল) ।
১ নং ওয়ার্ড সদস্য জামিউল আনছারী (টিউবওয়েল), এমদাদুল হক (তালা), আলতাফ হোসেন (তালা), আব্দুর রশিদ (টিউবওয়েল), ২ নং ওয়ার্ড সদস্য আকতার বানু লাকী (হাতী) , এমএস রহমান (তালা), ৩ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মন্ডল (তালা), শহিদুল ইসলাম (তালা), এসএম আনোয়ারুল কবির (টিউবওয়েল), ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুজ্জামান (তালা), তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল), জাহঙ্গীর আলম (তালা), ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন মোল্লা (টিউবওয়েল), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), আবু সুফিয়ান মন্ডল (তালা), ৬ নং ওয়ার্ড সদস্য শাখাওয়াত হোসেন (টিউবওয়েল), শামসুজোহা, অটো রিক্সা, আব্দুল কুদ্দুস আকন্দ (তালা), এটিএম সাখাওয়াত হোসেন রুবেল (তালা), ৭ নং ওয়ার্ড সদস্য টুকু মিয়া (টিউবওয়েল), শুক্কুর আলী ফিরোজ (টিউবওয়েল), আমজাদ হোসেন মিজান (তালা)।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com