বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

মহিমাগঞ্জ ইউপির অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন নিয়ে আশংকা

মহিমাগঞ্জ ইউপির অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন নিয়ে আশংকা

স্টাফ রিপোর্টারঃ বন্যার পানিতে ভোট কেন্দ্র তলিয়ে থাকায় আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়েছে।
কেননা বাঙ্গালী নদীর বালুয়া ও বোচাদহ পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করায় ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্র হিসেবে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশেরই আকস্মিক বাঁধ ভাঙ্গা বন্যার পানিতে তলিয়ে গেছে। তদুপরি কতিপয় কেন্দ্র বন্যা আশ্রয় কেন্দ্র ব্যবহৃত হওয়ার কারণে বন্যা দুর্গত এলাকার বন্যার্ত পরিবারগুলো সাংসারিক জিনিসপত্র ও গবাদী পশু নিয়ে আশ্রয় নিয়েছেন ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে।
এর মধ্যে বোচাদহ ও শিংজানি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের মেঝেতেও পানি উঠেছে। ১নং ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সম্পূর্ণটাই পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। পুরাতন ভবনগুলির মেঝে পানিতে তলিয়ে গেলেও নতুন দোতালা ভবনের মেঝে তুলনামূলক উঁচু হওয়ায় সেখানে আশ্রয় নিয়েছে অনেক বানভাসী পরিবার। এছাড়া ২নং ওয়ার্ডের শিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনও একইভাবে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। এর চাইতেও ভয়াবহ অবস্থা হয়েছে ৩নং ওয়ার্ডের বালুয়া উচ্চ বিদ্যালয় ও ৪নং ওয়ার্ডের বোচাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের একই অবস্থা। এগুলো সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। ৫নং ওয়ার্ডের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় ভবনের মেঝেতে পানি না উঠলেও পুরো মাঠই জলমগ্ন হয়ে রয়েছে। এলাকার লোকজন আশংকা করছেন, পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই পানির নিচে তলিয়ে যাবে।
এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীরা ব্যাপক প্রচারনা চালিয়ে আসছেন। নির্বাচন কমিশনও নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। এমতাবস্থায় উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শেষ মুহুর্তের নির্বাচনের প্রচারনায় কিছুটা ভাটা পড়েছে বলে এখানকার ভোটাররা জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com