মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

নারী নির্যাতন মামলার জের আসামীর ভয়ে বাদীনি গ্রাম ছাড়া

নারী নির্যাতন মামলার জের আসামীর ভয়ে বাদীনি গ্রাম ছাড়া

স্টাফ রিপোটারঃ নারী নির্যাতন মামলার আসামীদের ভয়ে গ্রাম ছাড়া বাদীনি। বিভিন্ন ভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি অব্যাহত। প্রভাবশালী যৌতুক লোভী ঐ আসামীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে অসহায় নির্যাতিত নারী। ঘটনাটি ঘটেছে, গাইবান্ধা সদর তুলশীঘাট দক্ষিন কোমরপুর গ্রামে। ঐ গ্রামের বাকু মিয়ার কন্যা বাবলী বেগমের প্রায় ১৩ বছর পূর্বে বিবাহ হয় একই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র শফিউলের সাথে। সংসার জীবনে তারা দু’সন্তানের জনক-জননী। বিয়ের পর থেকেই প্রায়ই ২’লাখ টাকা যৌতুকের জন্য মারপিট করতো বাবলী বেগমকে। এ নিয়ে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান,মেম্বারদের নিয়ে শালীশি বৈঠক হয়েছে। গত ২১মে সকালে বাড়ীর বিল্ডিং এর কাজ করার জন্য স্ত্রীকে তার পিতার বাড়ী থেকে ২লাখ টাকা আনার জন্য বিভিন্ন ভাবে নির্যাতনসহ চাপ দিতে থাকে শফিউল ও তার বাড়ীর লোকজন। স্ত্রী বাবলী বেগমের পিতা হতদরিদ্র বাকু মিয়া তাদের চাহিত ২লাখ টাকা দিতে না পাড়ায় স্বামী,শ্বশুর,দেবরসহ তার বাড়ীর লোকজন বাবলীকে শালীরিক নির্যাতন করে বাড়ী হইতে বেড় করে দেয়। এলাকার লোকজন আহত বাবলীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়। সুস্থ হয়ে বাবলী বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় স্বামী শফিউলসহ ৬জনের বিরুদ্ধে একটি নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং- ৭৬/২০,তাং ২৯/০৫/২০২০ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ১নং আসামী বাদীনির স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। তাতে বাকী আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদীনির বাড়ীতে হামলা চালায় এবং মামলা তুলে না নিলে বাদীনিকে জানে মেরে ফেলার হুমকি দেয়। আসামীদের ভয়ে বাদীনি পিতার ভিটে মাটি ছেড়ে বর্তমানে নানার বাড়ী টেংগর জানি গ্রামে অবস্থান করছে বলে বাদীনির পরিবার জানায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com