বুধবার, ০১ মে ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে মরিচের ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জে মরিচের ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জ প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলায় ত্রাণ সহায়তা হিসাবে মরিচ দেয়া হচ্ছে। করোনার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও অপরদিকে মরিচ চাষিদের বাজারজাত করণের পাশে থাকার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের এই উদ্যোগ গ্রহণ করেছে। করোনা ভাইরাস আক্রমণ থেকে বাঁচতে লকডাউন থাকার ফলে কৃষকগণ তাদের উৎপাদিত মরিচসহ বিভিন্ন সবজি বাজারজাত করণে সমস্যার সম্মুখি হচ্ছেন। এ অবস্থায় মরিচ চাষি কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে কৃষকদের পাশে থাকার অংশ হিসেবে তার দপ্তরের পক্ষ থেকে মরিচ ক্রয় করে অসহায় মানুষদেরকে খাদ্য সামগ্রীর সাথে মরিচ দেয়ার সিদ্ধান্ত নেন। উপজেলার বেলকার চরের কৃষক শফিকুল ইসলাম,মাইদুল ইসলাম, ধুমাইটারী চরের কৃষক শাহিন ও রাজা মিয়ার নিকট থেকে ১০ মণ মরিচ উপযুক্ত মূল্যে ক্রয় করা হয়েছে। উল্লেখ্য, চলতি মৌসুমে সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় ১৫০হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ বলেন,কৃষকদের কথা বিবেচনা করে কৃষি অফিসের অর্থায়নে মরিচ ক্রয় করে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। আরো ৩০ মণ মরিচ ক্রয় করে মোট ৪০ মণ মরিচ বিতরণ করা হবে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান বলেন,অনুদান হিসেবে কৃষি কর্মকর্তা তার দপ্তরের পক্ষ থেকে মরিচ দিচ্ছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com