মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ৮দফা দাবীতে চায়না শ্রমিকদের কর্ম বিরতি-ধর্মঘট

গোবিন্দগঞ্জে ৮দফা দাবীতে চায়না শ্রমিকদের কর্ম বিরতি-ধর্মঘট

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে ফোরলেন (সড়ক সম্প্রসারন) প্রজেক্ট সাসেক-১০(ডাব্লু পি) এরিয়ার পলাশবাড়ী টু মোকামতলা ঠিকাদারী প্রতিষ্ঠান ক্যাম্প চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিঃ এর কর্মরত শ্রমিকদের ৮-দফা দাবিতে কর্ম বিরতি ও ধর্মঘট করছে শ্রমিকরা। এ আট দফার মধ্য (১) কর্ম সময় আট ঘন্টা করতে হবেও সাপ্তাহিক ছুটি (শুক্রবার) দিতে হবে (২) ছুটির দিনে কাজ করলে দিগুন কর্মঘন্টা দিতে হবে (৩) কথায় কথায় শ্রমিক ছাটাই ও নি¤œ মানের ইট, পাথর দিয়ে কাজ করার এলাকাবাসীর অভিযোগটির দোষারপ দিয়ে নির্যাতন বন্ধ করতে হবে (৪) কোন কর্মচারীকে ছাটাই করলে ৩ মাসের বেতন দিতে হবে (৫)১ তারিখ থেকে ৫ তরিখের মধ্যে বেতন দিতে হবে ও সম্মান জনক বেতন নির্ধারন দিতে হবে এবং বেতন কর্তন করা যাবে না (৬) বর্ষাকালে হাজিরা পুরো দিনের কর্মঘন্টা ধরতে হবে (৭) নিরাপত্তার অভাবে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে ৮। শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার দিতে হবে ও প্রজেক্টের মেয়াদ পর্যন্ত ড্রাইভার/অপারেটরদের নিয়োগ পত্র ও স্থায়ী করণ ও সকল অনিয়মের জন্য দায়ী করে বাংলা পি,এম জিয়াউল হায়দারের পদত্যাগের দাবী করেন কর্ম বিরতী-ধর্মঘট পালন করেন চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিঃ এ কর্মরত সকল শ্রমিক বৃন্দ। এতে শ্রমিকদের মধ্যে হতে আনারুল ইসলাম উপরোক্ত দাবী গুলো তুলে ধরেন। এ সময় ধর্মঘট চলাকালে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনর্চাজ এ,কে,এম মেহেদী হাসান উপস্থিত হয়ে সকল শ্রমিকদের কথা শোনেন এবং সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে শ্রমিকদের অবহিত করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com