মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

গাইবান্ধায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

গাইবান্ধায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

স্টাফ রিপোর্টারঃ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ৮টায় পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প্যমাল্য অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় জেলা প্রশাসাক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, জেলা আলীগের সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষাথীরা স্বাস্থ্যবিধি মেনে পুষ্প্যমাল্য অর্পন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষন প্রচার, আলোক সজ্জা, শিশুদের জন্য চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক সংগীত ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিঞা প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাষণ, কবিতা আবৃত্তি, নৃত্য ইত্যাদি প্রতিযোগিতায় বিজয়ী ৪২ জনকে পুরস্কৃত করা হয়।
বিকেলে পৌর পার্কে বঙ্গবন্ধুর উপর চলচিত্র প্রদর্শন এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নাটক প্রদর্শন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com