মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় বাড়ছে করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় শনাক্ত ১৮ জন

গাইবান্ধায় বাড়ছে করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় শনাক্ত ১৮ জন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১৮ জন এ নিয়ে গত এক বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫ শ ৭৫ জনে। কয়েক দিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তবে স্বাস্থ্যবিধি মানতে লোকজনের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গাইবান্ধা জেলায় করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ২৫১ জন। এরআগে গত বুধবার পর্যন্ত জেলায় টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬০ হাজার ১২৮ জন। এখন পর্যন্ত গত ১ বছরে গাইবান্ধায় মারা গেছেন ১৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬১ জন। চিকিৎসাধীন আছেন ৭৯ জন।
এছাড়া করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ হিসেবে ৪২ হাজার টিকার বরাদ্দ রয়েছে। সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে প্রতিদিনই সংক্রমণ বাড়লেও সচেতনতার বালাই নেই বরং স্বাস্থ্যবিধি অমান্য করে হাটে-বাজারে মানুষ বেপরোয়া চলাফেরা করছে। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এক সপ্তাহের লকডাউন দেওয়া হলেও প্রশাসনের তৎপরতা শিথিল আর সাধারণ মানুষের উদাসীনতায় বাড়ছে সংক্রমণ।
গতকাল শুক্রবার বিকেলেও গাইবান্ধার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি কেউ সঠিকভাবে মেনে চলছে না । সাধারণ মানুষ হাঁটবাজার, দোকানপাট ও রাস্তাঘাটে অবাধে চলাচল করছেন। গ্রামের চায়ের দোকানে আড্ডা চলছে এখনো । স্বাস্থ্যবিধি প্রতিপালনে কমেছে প্রশাসনের নজরদারিও। এতে করোনার ভয়াবহ সংক্রমণের আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ।
উল্লেখ্য গত বছরের ২২ মার্চ গাইবান্ধায় প্রথম আমেরিকা প্রবাসী মা ও ছেলের করোনা শনাক্ত হয় ।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com