রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকে সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকে সন্তান প্রসব

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকের ভেতরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সালমা বেগম (২৪) নামে এক গৃহবধূ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের ডিবি রোডের কাচারি বাজার এলাকায় ইজিবাইকের ভেতরে সন্তান প্রসব করেন তিনি। সালমা গাইবান্ধা সদর উপজেলার গ্রামের বেড়াডাঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।
স্বজনরা জানান, দুপুরে বাবার বাড়িতে সালমা বেগমের প্রসব বেদনা ওঠে। পরে তাকে একটি ইজিবাইকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন। সন্ধ্যার দিকে ইজিবাইকটি জেলা শহরের কাচারি বাজার এলাকায় পৌঁছালে অসহ্য প্রসব বেদনা শুরু হয়। পরে ইজিবাইকের ভেতরেই কন্যাসন্তানের জন্ম দেন সালমা।
প্রত্যক্ষদর্শী জোবায়েদুর ইসলাম বলেন, ইজিবাইকটি ডিবি রোডের গোলাম টেইলার্সের সামনে আসলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। এরপর স্বজনরা ইজিবাইকটি রাস্তার পাশে নিয়ে কাপড় দিয়ে ঢেকে দেন। তার ভেতরেই সালমা বেগম একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। পরে নবজাতকসহ তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন স্বজনরা।
মা ও নবজাতক সুস্থ রয়েছে জানিয়ে গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা তানভির রহমান কল্লোল বলেন, মা ও নবজাতকের চিকিৎসা চলছে। তারা ভালো আছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com