শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

হঠাৎ মাহুতকে ফেলে হাতির দিগ্বিদিক ছোটাছুটিঃ আতঙ্ক

হঠাৎ মাহুতকে ফেলে হাতির দিগ্বিদিক ছোটাছুটিঃ আতঙ্ক

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার বল্লমঝাড়ে হঠাৎ মাহুতকে ফেলে দিয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি হাতি। এ সময় সে নষ্ট করেছে বিঘার পর বিঘা ফসলের ক্ষেত। এখন হাতি আতঙ্কে রয়েছে এলাকাবাসী। গতকাল সকাল ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলা রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে সদরের রামচন্দ্রপুরে হঠাৎ মাহুতকে ফেলে দিগ্বিদিক ছুটতে থাকে হাতিটি। কখনো লোকালয়ে আবার কখনো নেমে পড়ে ফসলের ক্ষেতে। রামচন্দ্রপুর, সাহাপাড়া ইউনিয়ন ঘুরে বিকেলে ঢুকে পড়ে বল্লমঝাড় ইউনিয়নে। ফলে এসব এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, অনেক চেষ্টা করেও হাতিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি মাহুত। প্রাণিসম্পদ ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো লাভ হয়নি। সময় যত গড়াচ্ছে হাতির আক্রমণের ভয়ে অস্থির হয়ে পড়ছে গ্রামবাসী। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর আছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান এবং গাইবান্ধার বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্নায়ুবিক সমস্যার কারণে হাতিটির এমন পরিস্থিতি হতে পারে। এ বিষয়ে প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com