শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

স্বাধীনতাবিরোধীরা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত’- এমপি স্মৃতি

স্বাধীনতাবিরোধীরা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত’- এমপি স্মৃতি

পলাশবাড়ী প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, ‘বঙ্গমাতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ প্রদর্শক। বঙ্গমাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনে অনুপ্রেরনা যুগিয়েছেন। বঙ্গমাতা ইতিহাসের এক মহিয়ষী নারী’।
গত শনিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার আমলাগাছী ডি.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগষ্ট ১৯৭৫ একদল বিপদগামী সেনা সদস্যের হাতে স্ব-পরিবারে নিহত হন। ঘাতকরা সেদিন ছোট্ট শিশু রাসেলকেও ক্ষমা করেনি। তারা সেদিন মনে করেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলে গোটা বাংলাদেশকে হত্যা করা হবে। পৃথিবির মানচিত্র থেকে মুছে যাবে বঙ্গবন্ধু’র নাম। ঘাতকদের সেই স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হয়নি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতি আজ কলঙ্কমুক্ত হয়েছে। সময়ের ব্যবধানে স্বাধীনতাবিরোধীরা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এদের প্রতিহত করতে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে’।
এ্যাডঃ স্মৃতি আরো বলেন, ‘জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। দেশে করোনাকালীন সময়ে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহন করায় মৃত্যুর সংখ্যা কমছে’।
উপজেলার আমলাগাছী ডি.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি ডঃ মাহাবুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ভিপি রফিকুল ইসলাম, এসএমবি আদর্শ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শামীম মিয়া, মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, আমলাগাছী ডি.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক সামছুজ্জামান মাহাবুব, শেপন রাণী, নন্দন কুমার, সোহেল প্রধান ও সাইফুল ইসলাম প্রমুখ।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিদ্যালয় চত্ত্বরে একটি নারিকেল চারা রোপন করেন এমপি স্মৃতি।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com