শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

সুন্দরগঞ্জে রাস্তা দখল করে পানের বরজ তৈরি

সুন্দরগঞ্জে রাস্তা দখল করে পানের বরজ তৈরি

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় রাস্তা দখল করে পানের বরজ তৈরি করার অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও তহশিল অফিসের কর্মকর্তাদের চোখে ফাঁকি দিয়ে উপজেলার শান্তিরাম ও বেলকা ইউনিয়নের সীমান্ত এলাকার জালাল উদ্দিন তাবলীগ দু’টি রাস্তার প্রায় ৩ শতক জমি দখল করে পানের বরজ তৈরি করে পান চাষাবাদ করছে। বেলকা-শান্তিরাম ভায়া পরাণ ভাটিয়ার মোড় নামক স্থানে রাস্তা দখল করে পানের বরজ তৈরি করায় প্রতিনিয়ত ওই এলাকায় ঘটছে সড়ক দূর্ঘটনা। ওই এলাকাটি রাস্তার ত্রি-মাথা। পানের বরজটি দুটি রাস্তার প্রায় ৩ হাত করে দখল করে বেড়া দেয়ায় যানবাহন চলাচলে অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। পানের বরজের মালিক জালাল উদ্দিন তাবলীগ কাউকে তোয়াক্কা না করে নিজের মনগড়া মত সরকারি রাস্তার জায়াগা দখল করে পানের বরজ তৈরি করে। স্থানীয় রমজান আলী জানান, জালাল উদ্দিন তাবলীগের কাজেই এসব করা। স্থানীয় সুধিজন তাকে রাস্তা দখলের কথা বলেছিল কিন্তু তিনি কোন গুরুত্ব দেননি। যার কারণে প্রতিদিন রাস্তার ওই তিন মাথায় দূর্ঘটনা ঘটছে। স্থানীয় ভ্যান চালক ফরমান আলী জানান, রাস্তা দখল করে পানের বরজ তৈরি করার কারণে ওই মোড়ের মধ্যে ভ্যান ঘুরাঘুরি অত্যন্ত কষ্টকর হয়ে দাড়িয়েছে। তিনি সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছেন প্রশাসনের নিকট। জালাল উদ্দিন তাবলীগ জানান, তার জমি দিয়ে রাস্তা দুটি চলে গেছে। মুলরাস্তা বাদে পানের বরজ তৈরি করা হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, বিষয়টি আমার জানা নাই। এখন জানলাম, তদন্ত সাপেক্ষে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com