শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলায় জুয়া খেলার তথ্য সংগ্রহ করতে গিয়ে জুয়াড়ি ও তাদের সহযোগিরা সাংবাদিক জালাল উদ্দিন প্রামানিকের ওপর হামলা চালিয়েছে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় জুয়াড়িচক্র। তিনি সাদুল্লাপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি।
গত মঙ্গলবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই চতরা মেলায় পুলিশের মৌন ভুমিকায় বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে ছয়গুটির জুয়া খেলা চলছিল। এমন খবর জানতে সন্ধ্যায় সাংবাদিক জালাল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। এসময় তিনি চলমান জুয়াড় আসরের তথ্য প্রমানের জন্য ছবি ও ভিডিও চিত্র ধারন করার চেষ্টা করেন। এরইমধ্যে পেশাদার জুয়াড়িরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি আহত হন। হামলার শিকার সাংবাদিক জালাল উদ্দীন বলেন, কয়েক দিন ধরে ধারাই চতরা মেলায় এলাকায় স্থানীয় প্রভাবশালী পেশাদার জুয়াড়িচক্র নির্বিঘ্নে প্রকাশ্যে ছয়গুটির জমজমাট জুয়াড় আসর চালিয়ে আসছিলো। এমন খবর পেয়ে মেলায় গিয়ে জুয়াড় আসরের ছবি তুলতে গেলে বাধা দেয় সংঘবদ্ধ জুয়াড়ীরা।
এ নিয়ে জুয়াড়ীদের সাথে তুমুল বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনাস্থল থেকে ফিরে ধাপেরহাট ফাড়ি থানায় এব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে পুলিশ কোন কার্যকরি ব্যবস্থা না নেওয়ায় সাংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।