শনিবার, ১০ মে ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও

সাদুল্লাপুরে মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি: সাদুল্লাপুরে আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত এক শিক্ষার্থীর শীর্ষক এমন একটি সংবাদ গত বুধবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকাসহ সোশ্যাল মিডয়ায় প্রকাশিত হয়। সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের নজরে পরে। উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের দিনমজুর আব্দুস ছালামের ছেলে মোস্তাফিজার রহমান চঞ্চল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। সেখানে তিনি এ ইউনিটে ভর্তির সুযোগ পান। কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তার উচ্চ শিক্ষার স্বপ্ন যেন থমকে পড়ার উপক্রম হয়েছিল। ঠিক সেই মুহুর্তে চঞ্চলের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ান সাদুল্লাপুর উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ অনিক ইসলাম।
তিনি চঞ্চলের ভর্তি সংক্রান্ত সবকিছু খোঁজ খবর নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে তার নিজ কার্যালয়ে দরিদ্র এই মেধাবী শিক্ষার্থীকে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় ফি তার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহাবুবুল আলম বসুনিয়া, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মোঃ মেনাজ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com