শনিবার, ১০ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় ১০০ গ্রাম হিরোইন জব্দের মামলায় শাকিল মিয়া ওরফে হামিদুল (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সাজার আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মোঃ আতিকুর রহমান এই আদেশ দেন। আদালতে আসামির উপস্থিতিতে আদেশ দেন তিনি। দণ্ডপ্রাপ্ত শাকিল মিয়া ওরফে হামিদুলের (৩৮) বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকায়। তিনি ওই এলাকার পালক পিতা আলমগীর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ৫ বছর আগে ১০০ গ্রাম হিরোইন জব্দের ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি শাকিল মিয়া। এ মামলায় আদালতে দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পাশপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের আগে আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানামুলে দন্ডিত আসামিকে আবারও কারাগারে পাঠানো হয়। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তবে মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবি শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
মামলার নথির বরাত দিয়ে আদালতের স্টেনোগ্রাফার মোঃ সাইদুর রহমান জানান, ২০২০ সালের ২৩ ডিসেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার কলেজপাড়া-গোবিন্দপুর এলাকার একটি পুকুরের পাশের রাস্তা থেকে শাকিল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ১০০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানার তৎকালীন উপ-পরির্দশক (এসআই) মোরশেদুল আলম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২১ সালের ৯ মার্চ আসামি শাকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।