শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

গাইবান্ধার সাবেক পিপি প্রিন্স কারাগারে

গাইবান্ধার সাবেক পিপি প্রিন্স কারাগারে

স্টাফ রিপোর্টার : গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি ফারুক আহমেদ প্রিন্সকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে গাইবান্ধার আমলী আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, একইদিন মধ্যরাতে গাইবান্ধা শহরের গোডাউন রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ প্রিন্স (৬০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com