শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ২২ হাজার টাকা

সাদুল্লাপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ২২ হাজার টাকা

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরে বিভিন্ন ঔষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে । গত বুধবার সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা বাজারের বিভিন্ন ঔষুধের দোকানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন। এ সময়ে উপস্থিত ছিলেন ঔষুধ অধিদপ্তর গাইবান্ধার তত্বাবধায়ক মেহেদি হাসান। ১৮/সি/২৭ এর ধারায় পাঁচটি ঔষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত এসময় ঢোলভাঙ্গা বাজারের তালুকদার মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা, ইনসাফ মেডিকেল স্টোরকে ৩ হাজার টাকা, এসএ মেডিকেল কর্নারকে ২৫০০ টাকা, মা মেডিকেল স্টোরকে ৩৫০০ টাকা পলাশবাড়ীর ঢোলভাঙ্গার আল বাকারা ফার্মেসিকে ৫ হাজার টাকা মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কোন ঔষুধের দোকান ড্রাগ লাইসেন্স ছাড়া চালাতে পারবে না এবং মেয়াদোত্তীর্ণ ও বিদেশী ঔষধ বিক্রি করতে পারবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com