শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

সাঘাটায় বন্যার পানিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

সাঘাটায় বন্যার পানিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটায় নদ-নদীতে পানি কমতে থাকায় রোপণকৃত আমন চারা জেগে ওঠায় পচন ধরেছে। এর কারণে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। চারা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত জমি পুনরায় চারা রোপণ করতে পারছেন না তারা পড়েছেন বিপাকে। কয়েক দিন আগেও যে সবুজ শ্যামল ফসলি জমির মাঠ ভরা ছিল, আজ আর নেই। পানিতে দীর্ঘ সময় ডুবে তা নষ্ট হয়ে গেছে। একমাত্র উপার্জনের মাধ্যম জমির ফসল হারিয়ে অনেকের পথে বসার উপক্রম হয়েছে। এদিকে আবারো সরকারিভাবে আমন বীজ সরবরাহ করলে নতুন করে রোপণ করতে পারবে- এমন আশা সংশ্লিষ্টদের। তাই ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিনামূল্যে বীজ সরবরাহ করার দাবি কৃষকদের। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাঘাটা উপজেলায় ৫ টি ইউনিয়নের ফসল পানির নিচে ডুবে রয়েছে। দক্ষিণ উল্যা গ্রামের তাজুল ইসলাম বলেন, বন্যায় আমার সব শেষ হয়ে গেছে। আমন ধানের চারা ১০ দিন ধরে পানির নিচে থাকায় পচন ধরেছে। বন্যার পানিতে তা নষ্ট হয়ে গেল। বন্যা আমাদের নিঃস্ব করে দিলো। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, সাঘাটা পয়েন্টে যমুনা নদীর পানি ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com