শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

শহর ৪ লেনে উন্নীত করনে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণ

শহর ৪ লেনে উন্নীত করনে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণ

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরের রেলগেট থেকে পুরাতন বাজার পর্যন্ত ৪ লেনে উন্নীত করনের লক্ষে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে গতকাল চেক বিতরন অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি । জেলা প্রশাসন মোঃ আবদুল মতিন-এর সভাপতিত্বে ও গাইবান্ধা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহবুব হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আলমগীর কবির, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন ডাঃ এবি,এম আবু হানিফ, গাইবান্ধা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল হোসেন।
আলোচনা শেষে প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি অধিগ্রহণকৃত ২৯ জন জমির মালিকদের মোটঃ ১৩ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ৩শ ৯৯/৪ টাকার চেক বিতরন করেন। এর মধ্যে অধিগ্রহণকৃত জমির পরিমান ২১ হাজার ৫শ৫০ একর। ৮৮ জনকে ক্ষতিপূরণকৃত জমির পরিমান বাবদ ঃ ৭৮ কোটি ৭৪ লক্ষ ৭৩ হাজার ৩শ ৫৪/ ৭০ টাকার নোটিশ প্রদান করেন। ৫ জন ব্যাক্তিকে গাছপালার জন্য ১ লক্ষ ২৬ হাজার টাকার জন্য নোটিশ প্রদান করেন। ৪শ ৩৭ জন ব্যাবসায়ীকে ৫২ লক্ষ ২৪ হাজার ৬ শ ৯২ টাকার নোটিশ প্রদান করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com