বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার কূপতলা-লক্ষীপুর হয়ে গাইবান্ধা-সুন্দরগঞ্জ ব্যস্ততম সড়কটি চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কের দুইপাশেই অসংখ্য গাছ মরে গেছে। ঝড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য পথচারী ছাড়াও মালবাহী ট্রাক, অটোবাইক, সিএনজি, রিকশা ভ্যানসহ যাত্রীবাহী দিবা ও নৈশকোচ চলাচল করে থাকে। এ পথ ধরে প্রতিদিন নিয়মিত বিভিন্ন বয়সী অসংখ্য শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। সড়কটির দুইপাশে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গাছগুলোর মধ্যে অনেক গাছের ডালপাতা মরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গাছের নীচ দিয়ে পথচারীসহ হালকা ও ভারী যানবাহন প্রতিনিয়ত ভয়ে ভয়ে চলাচল করে আসছে।
নিয়মিত যাতায়াতকারী ফিরোজ কবির মোল্যা, লুৎফর রহমান মন্ডল, আব্দুল হাই, শিক্ষার্থী আলিফ, আদিয়া, নুবা, নিশা, ফাতেমা, হুমায়রা, নুশরাতজাহানসহ ভুক্তভোগীরা জানান, খুব ভয়ে ভয়ে এই গাছগুলোর নীচ দিয়ে চলাচল করতে হয়। কখন মাথার উপরে শুকনো ডাল ভেঙে পড়ে জীবনহানি ঘটবে বলা যায় না। ঝড়-বাতাসের মওসুম আসছে, ভয়ও বাড়ছে। তারা আরো বলেন, অতি দ্রত মরা গাছ ও ডালপাতাগুলো কর্তৃপক্ষের কেটে ফেলা উচিত।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, সড়কের লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে মরা গাছ ও মরা ডালপালা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝড়-বাতাসের দিন চলছে, যেকোনো সময় প্রাণহানিকর দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।