শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কচুয়াহাটে গতকাল বুধবার রাত ১টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৩টি দোকানের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে। খবর পেয়ে বোনারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শফিকুল ইসলাম, রিজু মিয়ার ইলেকট্রিক ও মতিয়ুর রহমানের ফলের দোকানে অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন দিয়েছেন।