শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ বন্ধ-আন্দোলন থেকে গ্রেপ্তারকৃত ইজিবাইক সংগ্রাম পরিষদের চট্টগ্রাম জেলার আহবায়ক এবং বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম জেলার সভাপতি মিরাজ উদ্দিন এবং ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা রুকন উদ্দিনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল ১নং রেল গেইট এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, জনি মিয়া, সুমন সরকার, শাহীন সরকার, শাওন সরকার, হাবীব উল্যাহ্, উর্ফী রহমান।