বুধবার, ১৫ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মত বিনিময় সভা

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মত বিনিময় সভা

ঢাকা অফিসঃ বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র আয়োজনে সংবাদপত্রের চলমান সংকট নিরসনে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণ এবং গতিশীল নেতৃত্ব গঠনের লক্ষ্যে গতকাল সোমবার ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক মোঃ রফিক উল্লাহ সিকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, ব্ংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য জননেতা মোঃ মোজাফফর হোসেন পল্টু। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী। বক্তব্য রাখেন নীতিশ সাহা, চৌধুরী আতাউর রহমান, মোখলেছুর রহমান খান, মাসুদ উর রহমান মিলু, মোঃ জসিম উদ্দিন, আলামিনুল হক আলামিন, মো
ঃ. আহসান হাবিব, ফারুক খান, এ বি এম সেরিম আহমেদ, নুরুননাহার রীতা, মোঃ সাখাওয়াত হোসেন, আতিকুর রহমান চৌধুরী, ফরিদ উদ্দিন বাঙালী, কামরুজ্জামান জিয়া, নাজমুস সাকিব, সামসুল আলম খান, মফিজুর রহমান বাবু। সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র যুগ্ন সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু।
সভায় বক্তারা সারাদেশের দৈনিক সংবাদপত্রসমূহের চলমান নানামূখী সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সহানুভূতি আশা করেন। অবিলম্বে সংবাদপত্রের সংকট নিরসন করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পত্রিকাগুলোর প্রকাশনা অব্যাহত রাখা ও অস্তিত্ব রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি আহবান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোঃ মোজাফফর হোসেন পল্টুকে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপির কেন্দ্রীয় সভাপতি ও এমজি কিবরিয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় দেশের বিভিন্ন জেলা বিভাগ এবং ঢাকার বিভিন্ন পত্রিকার সম্পাদক প্রকাশক উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com