রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

ফুলছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফুলছড়িতে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহ¯পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলার ৩ হাজার ৩’শ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুণ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাসান মানিক প্রমুখ।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া জানান, রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, চীনাবাদাম, সূর্যমুখী, মুগ, মসুর ও সয়াবিন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার ৩ হাজার ৩’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com