শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

পলাশবাড়ী বান্নাকেরা সঃ প্রাঃ বিদ্যালয়ের জীবিত গাছকে মরা ও ঝড়ে পড়া দেখিয়ে নামমাত্র মূল্যে বিক্রি

পলাশবাড়ী বান্নাকেরা সঃ প্রাঃ বিদ্যালয়ের জীবিত গাছকে মরা ও ঝড়ে পড়া দেখিয়ে নামমাত্র মূল্যে বিক্রি

Exif_JPEG_420

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী বান্নাকেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জীবিত গাছকে মরা ও ঝড়ে পড়া দেখিয়ে নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।
জানা যায়, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বান্নাকেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও কর্মকর্তার যোগসাজোসে বিদ্যালয় মাঠের ৬টি ইউক্লিপটাস মূল্যবান গাছ যাহার আনুমানিক মুল্য প্রায় লক্ষ টাকার গাছ নাম মাত্র টাকায় গত ২৬ ফেব্রুয়ারী নিলামে বিক্রয় করার অভিযোগ উঠেছে। সরেজমিন গিয়ে দেখা যায় এবং স্থানীয় লোকজনের অভিযোগে জানা যায়, গত শুক্রবার সরকারী অফিস ও বিদ্যালয় বন্ধ থাকার সুযোগ নিয়ে প্রধান শিক্ষক এমদাদুল হক ও অত্র ইউনিয়নের ইউপি সদস্য সাহারুল ইসলাম এবং বিদ্যালয়ের সভাপতির যোগসাজোসে গাছগুলি কর্তন করেন। স্থানীয় নামপ্রকাশ না করার শর্তে অভিভাবকগণ জানান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মে জর্জরিত। শিক্ষক নেতার নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। গাছ কাটার ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারঃ) একেএম আব্দুস সালাম জানান, বনবিভাগের কর্মকর্তা গাছের মাপযোগ ও দর নির্ধারণ করে দিয়েছেন। তবে বন কর্মকর্তা বলেন, আমি উক্ত বিদ্যালয়ে গিয়েছি কিনা আমার মনে নাই। ফাইল দেখতে হবে। তবে জীবিত গাছকে মরা ও ঝড়ে পড়া দেখিয়ে নিলাম করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com