শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

পলাশবাড়ী পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে -নির্বাচন কমিশনার কবিতা খানম

পলাশবাড়ী পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে -নির্বাচন কমিশনার কবিতা খানম

পলাশবাড়ী প্রতিনিধিঃ আসন্ন পলাশবাড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে একদিনের কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নবগঠিত পলাশবাড়ী পৌর নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেক্ষ করতে ব্যবস্থা গ্রহণ করছেন প্রশাসন। গতকাল উপজেলার আদর্শ ডিগ্রী কলেজ হল রুমে পলাশবাড়ী পৌরসভা নির্বানের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসারদের নিয়ে সকাল ১০টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলার নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব এর সভাপতিত্বে ইভিএম পদ্ধতিতে নির্বাচনের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন বেগম কবিতা খানম। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক নুরুজ্জামান তালুকদার, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, দীর্ঘদিনের আইনী জটিলতা কাটিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠার পর পলাশবাড়ী পৌরসভা নির্বাচন ১৮ বছর পর প্রথমবারের মতো আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ৮ জন, কাউন্সিলর পদে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার ২৪টি গ্রাম নিয়ে ৯টি ওয়ার্ডে মোট নারী পুরুষ ভোটার রয়েছেন ৩১ হাজার ৬শত ২ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com