শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

পলাশবাড়ীর একটি গ্রামে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান

পলাশবাড়ীর একটি গ্রামে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে ১টি গ্রামে কলেজসহ ১২টি বিদ্যালয় প্রতিষ্ঠিত। সংশ্লিষ্ট অফিসের কর্মকান্ড নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তৎকালীন সংশ্লিষ্ট বিভাগের রহস্যজনক কর্মকন্ড নিয়ে সচেতন মহলের মাঝে নানা প্রশ্নের দেখা দিয়েছে। ওই গ্রামে একটি মহিলা ডিগ্রি কলেজ রয়েছে, ফকিরহাট উচ্চ বিদ্যালয় ও খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয় এবং আল্লাহর দরগাহ দাখিল মাদ্রাসা। এছাড়াও বালাবামুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাবামুনিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাবামুনিয়া ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাবামুনিয়া বালিকা প্রাথমিক বিদ্যালয়, ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমিতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালাবামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব না রেখে সংশ্লিষ্ট বিভাগের সাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাগণ যোগসাজসে সরকারি নিয়ম বর্হিঃভূতভাবে এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করেছেন। ফলে বেশিরভাগ বিদ্যালয় গুলোতেই তুলনামূলকভাবে শিক্ষার্থীর হার অনেক কম। এছাড়া আরও একটি কলেজ প্রতিষ্ঠিত করার পায়তারা চলছে। এতে করে সরকারি ব্যয় বৃদ্ধি এবং একই গ্রামে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম নিয়ে সচেতনমহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত হয়েছে সেখানে আমার কিছুই বলার নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com