শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

পলাশবাড়ীতে নিরব প্রশাসন অব্যাহত বালু উত্তোলন

পলাশবাড়ীতে নিরব প্রশাসন অব্যাহত বালু উত্তোলন

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার করতোয়া নদী ও আখিরা নদীসহ ৮’টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেজার ও শ্যালো মেশিন দিয়ে উত্তোলন হচ্ছে বালু, দেখেও না দেখার ভান করছে প্রশাসন। প্রশাসনের নিরব ভূমিকায় বালু দস্যুরা মেতে উঠেছে বালু উত্তোলনের মহোৎসবে। কৃষি জমি, পরিত্যক্ত পুকুর, জলাশয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, বসতবাড়ির পার্শ্বে থেকে এমনকি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচ থেকে বালু উত্তোলন করে পাহাড় গড়ে তুলেছে। বেশ কিছুদিন যাবৎ বালু দস্যুরা মসজিদ-মাদ্রাসা ও মহাসড়কের উন্নয়নের দোহাই দিয়ে সুকৌশলে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের বালু দস্যুদের সাথে যোগসাজশ থাকায় প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা এলাকাবাসী। এমনকি সাংবাদিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনেকবার অবগত করেও প্রতিকার মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তারা নাকি প্রশাসনের কাছে বালু উত্তোলনের জন্য বৈধ কাগজ করে নিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্তা নেওয়া যাবে না। উল্লেখ্য-২’নং হোসেনপুর ইউপি’র সোহেল মিয়া নামে এক ব্যক্তি শিশুদহ বাধেঁর পাশে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে, একই ইউনিয়নের করতোয়া নদীর চেরেঙ্গার পুরাতন বাঁধের নিকট হতে একটি প্রভাবশালী মহল ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে, কিশোরগাড়ী ইউপি’র মোতাল্লিব মন্ডল (মন্টু) নামে এক ব্যক্তি কাশিয়াবাড়ী বাধের পাশে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে, মনোহরপুর ইউপি’র মিজু মিয়া নামের একব্যক্তি দির্ঘদিন ধরে ডিপেরবাজারে উইনিয়ন পরিষদের রাস্তার নিকটে বালু উত্তোলন করছে, এভাবেই বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এবিষয়ে উপজেলা প্রশাসনের উদাসীনতায় ব্যপক ভাবে হুমকির মুখে পরেছে রাস্তা, কালভার্ট, বসতভিটা ও আবাদি কৃষি জমি, উক্ত বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানিয় জনসাধারণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com