শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার : গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও দু’জন গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবন (২১) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)। আহতরা হলেন – একই উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২), বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিত (২৩)।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে আসা একটি মোটরসাইকেলে চড়ে চার বন্ধু পলাশ পৌর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দু’জন ছিটকে পড়ে যায়। এ সময় ধাক্কা মারা ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। অন্য দু’জন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com