শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
দারিয়াপুর প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র লিমন নিখোঁজের ২০ দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি তার। এদিকে তার নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে তার মা।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা বাবু ও মোছাঃ লিলি বেগমের একমাত্র ছেলে মোঃ লিমন মিয়া (১১)। গত ১৭ এপ্রিল বিকেল ৩টায় বাড়ি থেকে দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবার তাদের স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এবিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি ডায়েরি করা হয়েছে, যারা জিডি নং ১৪০৩। তারিখ ২৪/০৪/২০২৫। নিখোঁজ ছেলেটির বর্ণনা গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ও মাঝারি, উচ্চতা ৩” ৮ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারি, পরনে ছিল জিন্সের ফুল প্যান্ট ও শার্ট।