শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাতদিনব্যাপী উৎসব শুরু

নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাতদিনব্যাপী উৎসব শুরু

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সপ্তাহব্যাপী উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। সকালে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সংস্থার সভাপতি মোঃ আবদুল মতিন। এসময় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সাধারণ স¤পাদক দেবাশীষ দাস দিপু, সহ-স¤পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল প্রমূখ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাংস্কৃতিক স¤পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফরোজা বেগম লুপু ও অন্যান্য সংগীত শিল্পীবৃন্দ।
উদ্বোধনী দিনে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা পরিবেশনা। সাতদিনের উৎসবের মধ্যে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক পরিবেশন, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com