শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

জুন মাসের মধ্যে ১ম পর্যায়ের করোনা টিকা সম্পন্ন করা হবে-ডেপুটি স্পীকার

জুন মাসের মধ্যে ১ম পর্যায়ের করোনা টিকা সম্পন্ন করা হবে-ডেপুটি স্পীকার

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জুন মাসের মধ্যে ১ম পর্যায়ের করোনা টিকা সম্পন্ন করা হবে। দ্বিতীয় পর্যায়ের করোনা টিকার চালান পৌছে গেছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। তিনি বলেন, করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখতে সরকার অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন প্যাকেজ ঘোষনা করেছেন। বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতির জন্য এসব পদক্ষেপের প্রয়োজন ছিল।
ডেপুটি স্পীকার বলেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। সরকার নি¤œ আয়ের মানুষের জীবনমান উন্নয়নের অগ্রাধিকার দিয়েছে। শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌছানো হবে। তিনি বলেন, বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সেই লক্ষ্য নিয়ে সরকার বিভিন্ন সেক্টরে টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজের উদ্বোধন শেষে স্থানীয় উদাখালী উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উদাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন মিয়া প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ ভবন নির্মাণে ব্যয় হবে ৫৪ লক্ষ ৭৬ হাজার ৭৫০ টাকা। পরে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com